বিশেষ নিবন্ধ

অ্যালজাইমার রোগের চিকিৎসায় কী ডায়েট মানা উচিৎ? - রিয়া অধিকারী

ছবি
অ্যালজাইরমাস রোগীদের ডায়েট সম্পর্কে জানার আগে আমাদের এই রোগ সম্পর্কে কিছু তথ্য জানতে হবে। অ্যালজাইমার অসুখটি এক ধরনের বার্ধক্যজনিত স্নায়বিক অসুখ যার সুস্পষ্ট কারণ এখনো জানা যায়নি। এই অসুখের কারণে রোগীর স্মৃতিশক্তি ধীরে ধীরে বিলুপ্ত হয় এবং এখনো পর্যন্ত এই রোগের কোন প্রতিকার চিকিৎসা শাস্ত্রে নেই।

আমাদের পত্রিকায় লিখুন

আমাদের বিভাগ/বিষয়গুলিঃ-

  1. ছড়া/কবিতা
  2. ছোটগল্প (৩০০০-৫০০০ শব্দের মধ্যে)
  3. বড়গল্প (৫০০০+ শব্দের মধ্যে)
  4. প্রবন্ধ (রাজনীতি বাদে যে কোনো বিষয়ে)
  5. শ্রুতিগল্প

কারা লেখা পাঠাতে পারেন?

  • যে কোনো দেশের যে কোনো ব্যাক্তি 

লেখা পাঠানোর নিয়মাবলীঃ-

  • বড়দের উপযোগী যে-কোনো ধরনের লেখা, গল্প, উপন্যাস, কবিতা, ছড়া, রম্যরচনা, অনুবাদ, কমিকস পাঠানো যাবে।
  • লেখাটি মৌলিক ও অপ্রকাশিত হতে হবে। 
  • অনুবাদের ক্ষেত্রে মূল গল্প, লেখক ও প্রকাশকালের উল্লেখ করবেন।
  • শব্দসংখ্যা অসীমিত।
  • লেখার দায়ভার সম্পূর্ণভাবে লেখকের।
  • প্রবন্ধ বা আলোকপাত এই ধরনের লেখার ক্ষেত্রে সূত্র উল্লেখ করে দেওয়া বাঞ্ছনীয়।
  • লেখাটি বাংলা ইউনিকোডে টাইপ করে ওয়ার্ড ডক ফরম্যাটে পাঠাবেন।
  • অনুগ্রহ করে ডকে কোনোরকম ডিজাইন করবেন না, সেসব প্রয়োজনমতো সংশ্লিষ্ট ডেস্ক করে নেবে। হেডার-ফুটারও খালি থাকলেই আমাদের সুবিধে।
  • ডকের মাথায় লেখা ও লেখকের নাম উল্লেখ করার অনুরোধ রইল।
  • কপিরাইট লঙ্ঘন করে লেখা পাঠাবেন না।
  • লেখা মনোনীত/অমনোনীত হলে অবগত করানো হয়।
  • উদ্যোগটি সম্পূর্ণ অবাণিজ্যিক বিধায় লেখক-শিল্পীদের কোনোরকম আর্থিক সম্মাননা প্রদান করা সম্ভব হয় না।

লেখা পাঠানোর ঠিকানাঃ-

  • লেখা পাঠান এই ঠিকানায় himanpatrika@gmail.com

মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্ট

গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় – কেন এত জনপ্রিয় ছিলেন

লেপচা জগৎ - ঘুম পাহাড়ের কোলে কাটিয়ে আসুন কিছুদিন

বাংলার দারুশিল্প - এক অনালোচিত অবহেলিত শিল্পকর্ম - সোমশ্রী দত্ত

কাটোয়ার কার্তিক পুজো - সিমন রায়