বিশেষ নিবন্ধ

অ্যালজাইমার রোগের চিকিৎসায় কী ডায়েট মানা উচিৎ? - রিয়া অধিকারী

ছবি
অ্যালজাইরমাস রোগীদের ডায়েট সম্পর্কে জানার আগে আমাদের এই রোগ সম্পর্কে কিছু তথ্য জানতে হবে। অ্যালজাইমার অসুখটি এক ধরনের বার্ধক্যজনিত স্নায়বিক অসুখ যার সুস্পষ্ট কারণ এখনো জানা যায়নি। এই অসুখের কারণে রোগীর স্মৃতিশক্তি ধীরে ধীরে বিলুপ্ত হয় এবং এখনো পর্যন্ত এই রোগের কোন প্রতিকার চিকিৎসা শাস্ত্রে নেই।

সততা - চন্দ্রানী চক্রবর্তী ব্যানার্জী (স্বরচিত কবিতা)



অসৎ পথে চলছে  যে জন
ভাবছে ভালোই আছি!
সৎ পথেতে থেকে কেন
কষ্ট করে বাঁচি???

ভাবছে ভাবুক
সত্যি কি তাই?
একদমই নয় জেনো
সৎ পথেতে থাকবে যে ভাই
তাকেই গুরু মেনো!

অসৎ হয়ে, লোক ঠকিয়ে
দু দিন পাবে সুখ;
সৎ পথেতে থাকে যে জন
সদাই হাস্য মুখ।

ফাঁকি দিলে ফাঁদে তোমায়
পড়তে হবে ভাই;
হেথায় স্বর্গ, হেথায় নরক
অন্য কোথাও নাই।

এইখানেতেই মন্দ ভালোর
বিচার হবে শেষে;
সৎ পথেতে থাকলে যাবে
আনন্দেরই দেশে।

তোমায় ঘিরে থাকবে তখন
শত শত মানুষ;
সবার মাঝে উড়বে জেনো
আনন্দেরই ফানুস!

থাকলে টাকা, ধন রত্ন
তবে,অসতে পারে যত্য়ে;
সৎ মানুষটি গরিব হলেও
জেনো খাঁটি রত্ন।

তাই নিজের মেধা, পরিশ্রম আর
সততা কে নিয়ে
ভাসিয়ে দিয়ো জীবন তরী
চলুক বেয়ে বেয়ে।।



 

Author bio

Name: Chandrani Chakraborty

Chandrani Chakraborty is by profession a teacher. She works at Kamrabad Uchcha Vidyalaya.

View her profiles on Facebook

মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্ট

গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় – কেন এত জনপ্রিয় ছিলেন

লেপচা জগৎ - ঘুম পাহাড়ের কোলে কাটিয়ে আসুন কিছুদিন

বাংলার দারুশিল্প - এক অনালোচিত অবহেলিত শিল্পকর্ম - সোমশ্রী দত্ত

কেন বাংলার ঐতিহ্যবাহী মৃৎশিল্প আজ বিলুপ্তির পথে? - সিমন রায়